মানবদেহ সম্পর্কিত প্রশ্ন-উত্তরসমূহ এবং information of body জেনে নিন
আমাদের মানুষের শরীরে বিভিন্ন ধরনের অঙ্গ রয়েছে এবং এসব এক একটি অঙ্গ এক একটি কাজ করে থাকে। আবার এদের এক একটি অঙ্গের আকার ও ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। আর এগুলো আমাদের সবার জেনে দরকার। তাই এই post এ মানবদেহ সম্পর্কিত প্রশ্ন-উত্তরসমূহ দেওয়া হলো।
* মানব দেহের ব্যস্ততমঅঙ্গ হলো > হৃৎপিণ্ড
* মানুষের দেহের কোষের সংখ্যা > ৬০,০০০ মিলিয়ন
* সাধারণত ত্বকের সাধারণ স্থূলত্ব > ১.২ মিমি
* সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য > ৪২-৪৫ সেমি
* মানব দেহের হৃৎপিন্ডের ওজন > ৩৩০ গ্রাম
* সাধারণত মানব দেহে মোট রক্তের পরিমাণ > ৫.৬ লিটার
* যকৃতের ওজন > ১.৫ কিগ্রা প্রায়
* পিটুইটারী গ্রন্থির ওজন > ১.৫ গ্রাম
* সাধারণত মানুষের মস্তিষ্কের ওজন > ১.৩৬ কিগ্রা
* মস্তিষ্কের কোষের সংখ্যা > ১০,০০০ মিলিয়ন
* বৃক্কের ওজন > ১২৫-১৭০ গ্রাম
* বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য > ৩৫-৫০ মিমি
* বৃহদান্ত্রের দৈর্ঘ্য > ১.৫ মিটার
* রক্ততনের সময়কাল > ৩.৬ মিনিট
* পৌষ্টিক নালীর দৈর্ঘ্য > ৯ মিটার
* ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য > ৭ মিটার
* মানুষের ক্ষুদ্রতম কোষ > শুক্রানু
* যে অঙ্গ ছাড়াও মানুষের কাজ চলে > অ্যাপেনডিক্স
* লােহিত রক্তকণিকার সংখ্যা > ৫০,০০০/Cumm (পুরুষ)-৪৫,০০০/Cumm(মহিলা)
* শ্বেত রকণিকার সংখ্যা > ৭,০০০-১০,০০০/Cumm
* অনুচক্রিকারসংখ্যা > ২৫০,০০০-৫,০০,০০০/Cumm
* মানব শরীরে ক্ষুদ্রতম হাড় > স্টেপিস
* সর্ববৃহৎ লসিকা গ্রন্থি > প্লীহা
* দেহের RBC-র সংখ্যা > ২৫ কোটি
* প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাস গতি > ১৪-১৮ মিনিট
* ৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি সাধারণত > ২৪-২৬/মিনিট
* সাধারণত ১ থেকে ১৫ বছর বয়সের মানুষের স্বাভাবিক শ্বাস গতি > ২০-২২/ মিনিট
* যে অঙ্গ কখনাে বিশ্রাম পায় না > কিডনি ও হৃৎপিন্ড
* জিহ্বার স্বাদ কোরক > ৯০০০-১০,০০০
* করোটি স্নায়ুর সংখ্যা > ১২ জোড়া
* হাড়ের সংখ্যা > ২০৬টি
* মোট পেশী সংখ্যা > ৬৩৯
* মােট অস্থি সংখ্যা > ২০৬ টি
* করোটি অস্থির সংখ্যা >২২টি
* সর্বাপেক্ষা হাল্কা অস্থি > ন্যাসো-টারবিনালস
* দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ > পিটুইটারী গ্ল্যান্ড
* মানব শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় যে অঙ্গ > লিভার
* সর্বাপেক্ষা মানবদেহে উষ্ণতা > ৯৮.৪°F (প্রায় ৩৭° C)
* BMR (ক্যালরি অনুসারে) > ১০০০-২০০০ Kcal/দিন- ১০০০ - ১৭০০Kcal/দিন(মহিলা)
* সাধারণত জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি > ৪০-৬০/মিনিট
* মানুষের দেহের কঠিনতম অংশ > দাঁতের এনামেল
* বৃহত্তম পেশী > গ্লুটিয়াস
* বৃহত্তম জিন > ডিস্ট্রোফিন
* সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি > যকৃত
* ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি > অক্সিন্টিক গ্রন্থি
* সর্বাপেক্ষা পাতলা ত্বক > কনজাংটিভা
* দেহের শক্তিশালী পেশী > চোয়ালের পেশী
* সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি > থাইরয়েড
* একটি মিশ্র গ্রন্থি > অগ্ন্যাশয়
* দেহের দীর্ঘতম কোষ > স্নায়ুকোষ
* মানুষের শরীরে দীর্ঘতম স্নায়ু > সায়াটিকা নার্ভ
[তথ্য উৎস: online media]
So, আজ এপর্যন্ত। আর এই post সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে comment করুন। এবং health বিষয়ে বাংলায় tips পেতে এই BanglaMenu.com এর Health Tips ক্যাটাগরি চেক করুন আর বাংলা মেনু ডট কম এর সাথেই থাকুন।
No comments