Header Ads

.

বাংলা পহেলা বৈশাখ কি বা কেন আর কখন কিভাবে পালন করা হয় Bangla Pahela Baishakh জেনে নিন তথ্য

মূলত বাংলা পহেলা বৈশাখ (Bangla Pahela Baishakh) কি বা বাংলা পহেলা বৈশাখ কেন পালন করা হয়। এবং পহেলা বৈশাখ কিভাবে ও কখন পালন করা হয় সেই সম্পর্কে এই পোস্টে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখ কি : পহেলা বৈশাখ বাঙালির একটি গুরুত্বপূর্ণ উৎসব এর দিন। তবে একে বাংলা উচ্চারণগত দিক দিয়ে কোথাও "পয়লা বৈশাখ" আবার কোথাও "পহেলা বৈশাখ" লিখতে দেখা যায়। এবং ইংরেজিতেও উচ্চারণগত দিক দিয়ে কোথাও "Pahela Baishakh" আবার কোথাও "Pohela Boishakh" লেখা দেখা যায়। এক্ষেত্রে উচ্চারণ যা ই হোক, এখানে উৎসব টা ই প্রধান।


পহেলা বৈশাখ কখন : পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন এবং এদিনকে বাংলা নববর্ষ (Nabobarsho) বলা হয়। এবং এই দিনটি বাঙালী জাতির ঐতিহ্যবাহী বাংলা বর্ষ বরনের দিন। এই দিনটাকে বাঙালিরা আনন্দের সাথে   প্রতি বছর পালন করে।

পহেলা বৈশাখ কিভাবে পালন করা হয় : বাংলা পহেলা বৈশাখ অনেক আনন্দের সাথে পালন করা হয়। এই দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ গুরুত্বের সাথে পালিত হয়। এই উৎসবের দিনটিতে বাঙালির খাবারের মেনুতে বা Bangla Food Menu তে বিশেষ ঐতিহ্যবাহী খাবার গুলো বেশি দেখা যায়। তাই তো বৈশাখী খাবার মেনুটা গুরুত্বপূর্ণ হয়। বাঙালির খাবার তালিকায় পান্তা ইলিশ অন্যতম গুরুত্বের সাথে দেখা যায় আর সাথে বিভিন্ন ধরনের পিঠাপুলিও থাকে। এছাড়া বাঙালির নববর্ষের পোশাকের তালিকা বা Bangla Fashion Menu টাও দারুণ হয়। নববর্ষের পোশাকে পুরুষদের পাঞ্জাবি ও নারীর শাড়ি বেশি গুরুত্ব পায়।


বাংলা নববর্ষের অনুষ্ঠানগুলো গুরুত্বের সাথে এবং আনন্দের সাথে শহরে ও গ্রামে পালিত হয়। আর অনুষ্ঠানগুলোতে নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের বাংলা নববর্ষের গান গাওয়া হয়ে থাকে। এই গান গুলোও দারুন ও অসাধারণ হয়।

এছাড়াও Bangla Fashion ও Lifestyle সম্পর্কে আরো বিভিন্ন তথ্য জানতে এই www.banglamenu.com এর Fashion Tips ও Lifestyle Category বা Menu তে চোখ রাখুন।

No comments

Powered by Blogger.