Header Ads

.

বাংলা কালচার বা বাঙালী ঐতিহ্য/বাঙালী পোশাক (Bangla Fashion Menu) সম্পর্কে তথ্য জেনে নিন

এই Post টি বাংলা কালচার বা বাঙালী ঐতিহ্য ও বাঙালীদের পোশাক (Bangla Fashion Menu) সম্পর্কে লেখা হয়েছে। সুতরাং Bangla Fashion সম্পর্কে জেনে নিন।

মূলত বাঙালিদের bangla food menu টা যেমন লম্বা, ঠিক একই ভাবে বাঙালিদের bangla fashion menu টাও অনেক লম্বা এবং বৈচিত্র্যময়। বাঙালিরা খাবারের প্রতি যেমন সচেতন ঠিক তেমনি তারা বাংলা fashion এর ক্ষেত্রেও অনেক সচেতন।


বাঙালিরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে। এরা বিভিন্ন সামাজিক ও অন্যান্য অনুষ্ঠান সমূহে বিশেষ বিশেষ পোশাক পরিধান করে। বাঙালী পুরুষদের পোশাকের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ধুতি, পায়জামা, পানজাবি, জামা, কাতুয়া,ফতুয়া। এছাড়াও বাঙালী পরুষদের fashionable dress এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কোর্ট, প্যান্ট, জিন্স ইত্যাদি।

এবং বাঙালী নারীদের পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, ব্লাউজ, ছায়া, সেলোয়ার কামিজ, ঘাগড়া, স্কাট, ফতুয়া। এছাড়া বাঙালী নারীদের fashionable dress এর মধ্যে আরো রয়েছে বিভিন্ন ধরনের কোর্ট, প্যান্ট, জিন্স, টপস ইত্যাদি।

বাঙালিরা অনেক সুরুচি সম্পন্ন। অনেক সময় বাঙালিদেরকে fashion সচেতনও বলা হয়। বাঙালিরা তাদের ঐতিহ্য মনে প্রাণে ধারন করে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে।


Bangla Fashion সম্পর্কে আরো জানতে ও বিভিন্ন ধরনের Fashion Tips পেতে www.banglamenu.com এর সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.