বর্তমানে ফেসবুকের ব্যবহার ও প্রয়োজনীয়তা বা গুরুত্ব (importance of facebook in bangla) জেনে নিন
আমরা facebook ব্যবহার করি এবং facebook এর গুরুত্ব দিনে দিনে বেড়েই চলছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে facebook ব্যবহার করা হয়। যেমন:
১) সামাজিক যোগাযোগের জনপ্রিয় (Communication) মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করা হয়।
২) পণ্যের ক্রয়-বিক্রয় (buy - sell) এর মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করা হয় ।
৩) ব্যবসার প্রসার বা popularity এর জন্য ব্যবহৃত হয়ে থাকে।
৪) Online এ Education এর মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহৃত হয় ।
৫) একটা news spot হিসেবে ফেসবুকের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে।
৬) Online earning informative spot হিসেবে ফেসবুক ব্যবহৃত হয়ে থাকে।
৮) তাছাড়া নিজেকে প্রদর্শনের মাধ্যম হিসেবেও facebook একটা জনপ্রিয় spot.
৯) এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এর বহু ব্যবহার রয়েছে সেগুলো পর্যায় ক্রমে এখানে Publish করা হবে।...
এবং আপনার কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
No comments